বিশ্বাসের জায়গায় তুমি একটার সাথে আরেকটার প্রতিস্থাপন করছো।
রূপান্তরিত কোনো বিশ্বাস ছাড়া থাকতে পারছো কি?
যাকে আমরা ‘আমাদের ’ বলি সেটাও একরকমফের বিশ্বাস মাত্র।
বিশ্বাসের স্থান শেষ হয়ে গেলে, আমরাও তার সাথে শেষ হয়ে যাই।
এজন্যেই, বিশ্বাস কাঠামোর সাথে স্থাপন করছি পাল্টা একটা বিশ্বাস,
লালন-পালন করে বেড়ে উঠেছি, সৃষ্টির আনন্দ নিয়ে প্রকাশ করছি
সেটা প্রতিবিশ্বাস যেটায় সন্তুষ্ট না হলেও,
অন্য কিছু দিয়ে আমরা প্রতিস্থাপন করছি না আবার,অপূরণ রাখছি না,
দৃঢ়তার সাথে প্রতিষ্ঠিত করে বিশ্বাসের বিকল্প বিন্যাস নিয়ে অতি অল্পে আত্মতুষ্ট হই।
সে কারণে আমাদের কোনো কিছুতে বিশ্বাস করা আসলে সমস্যাজনক নয়,
বিষয়টা সমস্যাজনক এবং অনৈতিক যখন হয়ে ওঠে,
তখন আমাদের উপর উক্ত বিশ্বাসের ক্ষতিকর প্রভাব জানার পরেও,
সেটাকে ইচ্ছাকৃতভাবেই আঁকড়ে ধরে পড়ে থাকি,
শুধুই নিজের আকাঙ্ক্ষিত তুষ্টির তাড়নায়।
(সৈতৌউ)
১১/১০/১৯
No comments:
Post a Comment