এপিটাফ: ১
ভালবাসার শিরায় শিরায় বিষ
ভাগ্য রেখায় একটা রেখা বাড়িয়ে শুধু নিস।
এপিটাফ: ২
অবিশ্বাস্য; অতঃপর আমরা
ঘড়িয়াল এর মত বিলুপ্তপ্রায়
যখন ঠিক সূর্যোদয় তখন বৃষ্টি ভিজে যায় বারুদে
ঘাসের শরীরে শিশিরের কঙ্কাল।
আবেগের ভর সংখ্যা তখন যোগ-বিয়োগ "এক"।
কার্বনচাষী কৃষকেরা
গবাদী পশু মোটাতাজাকরণ প্রকল্প প্রয়োগে
জীবনকে উৎপাদনের উপকরণ ও দাহ্য বাসনায়
ক্ষেতের পর ক্ষেতে কার্বন, পরমাণু। _; (ড্যাস) বোনে।
আর কাকতাড়ুয়ার চাষী?
জগৎশেঠ! হারামজাদা।
"সব নবাবের সূর্যোদয়-সূর্যাস্তের
অন্তিম কারণ হয়ে রূপান্তরিত হয়।
দেশ-কাল ভেদে, ভিন্নভিন্ন বেশে।"
আমরাই তাদের আমাদের অন্তিমতার সুযোগ করে দেই।
এপিটাফ: ৩
যুদ্ধ যদি শান্তির পূর্বশর্ত হয়
তবে যুদ্ধ শুরু হোক।
এপিটাফ: ৪
আমার মুমর্ূষর্ু আর্তনাদগুলো ছিলো অসহায়
নির্লজ্জ-বেহায়া, স্বার্থপরতার দুর্লভ কলঙ্ক ছিল
প্রত্যেকটি ছাড়িয়ে গেছে তার পূর্ববর্তী সীমা
অন্তর্নিহিত গুমোট কান্না ছিল তবুও।
নদীর মতন আমার বেঁচে থাকা
দুঃখগুলো! দুঃখের কলঙ্ক নিয়ে বেড়ে উঠে
এপিটাফ:৫
আমি তো বলিনি মানুষের কণ্ঠস্বর নেই
তবু আমার কাছে মানুষগুলো বোবা মনে হয়।
আর যদি বোবা নাই হবে!
প্রার্থিত প্রতিবাদী কই?
এপিটাফ: ৬
পর্ণোগ্রাফী কী শুধু প্রাণীর হয়! দেশের নয়!
তবে হচ্ছেটা কী?
এপিটাফ: ৭
আশেপাশে সব ছিল, গতিময় পথ
দিবাস্বপ্ন, দুঃখ, তাড়নায় ক্রোধ
উত্থিত প্রাচুর্যে মানুষের সহাবস্থান
সব...সব ছিল।
ছিলদের সব ছিল
শুধু ছিল না ছিলটা
Saturday, November 9, 2019

প্রজাতি মানুষ
Tags
# আগুনমালার পাঠ
# কবিতা
Share This

About S. Taufiq Ullah
কবিতা
Labels:
আগুনমালার পাঠ,
কবিতা
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
Responsive Ads Here
No comments:
Post a Comment