প্রজাতি মানুষ - <!--Can't find substitution for tag [blog.sayedtaufiq]-->

সৈয়দ তৌফিক উল্লাহ

সক্রিয় ছোটকাগজের লেখক

সর্বশেষ লেখা

Home Top Ad

প্রতিষ্ঠানবিরোধিতা কোনো ফ্যাশেনবল বিষয় নয়, যা দিয়ে আপনি নিজের পাছায় একটা সীলমোহর লাগিয়ে ঘুরে বেড়াবেন...

Saturday, November 9, 2019

প্রজাতি মানুষ

এপিটাফ: ১

ভালবাসার শিরায় শিরায় বিষ
ভাগ্য রেখায় একটা রেখা বাড়িয়ে শুধু নিস।

এপিটাফ: ২

অবিশ্বাস্য; অতঃপর আমরা
ঘড়িয়াল এর মত বিলুপ্তপ্রায়

যখন ঠিক সূর্যোদয় তখন বৃষ্টি ভিজে যায় বারুদে
ঘাসের শরীরে শিশিরের কঙ্কাল।
আবেগের ভর সংখ্যা তখন যোগ-বিয়োগ "এক"।

কার্বনচাষী কৃষকেরা
গবাদী পশু মোটাতাজাকরণ প্রকল্প প্রয়োগে
জীবনকে উৎপাদনের উপকরণ ও দাহ্য বাসনায়
ক্ষেতের পর ক্ষেতে কার্বন, পরমাণু। _; (ড্যাস) বোনে।
আর কাকতাড়ুয়ার চাষী?
জগৎশেঠ! হারামজাদা।
"সব নবাবের সূর্যোদয়-সূর্যাস্তের
অন্তিম কারণ হয়ে রূপান্তরিত হয়।
দেশ-কাল ভেদে, ভিন্নভিন্ন বেশে।"
আমরাই তাদের আমাদের অন্তিমতার সুযোগ করে দেই।

এপিটাফ: ৩

যুদ্ধ যদি শান্তির পূর্বশর্ত হয়
তবে যুদ্ধ শুরু হোক।

এপিটাফ: ৪


আমার মুমর্ূষর্ু আর্তনাদগুলো ছিলো অসহায়
নির্লজ্জ-বেহায়া, স্বার্থপরতার দুর্লভ কলঙ্ক ছিল
প্রত্যেকটি ছাড়িয়ে গেছে তার পূর্ববর্তী সীমা
অন্তর্নিহিত গুমোট কান্না ছিল তবুও।

নদীর মতন আমার বেঁচে থাকা
দুঃখগুলো! দুঃখের কলঙ্ক নিয়ে বেড়ে উঠে

এপিটাফ:৫


আমি তো বলিনি মানুষের কণ্ঠস্বর নেই
তবু আমার কাছে মানুষগুলো বোবা মনে হয়।
আর যদি বোবা নাই হবে!
প্রার্থিত প্রতিবাদী কই?

এপিটাফ: ৬


পর্ণোগ্রাফী কী শুধু প্রাণীর হয়! দেশের নয়!
তবে হচ্ছেটা কী?

এপিটাফ: ৭


আশেপাশে সব ছিল, গতিময় পথ
দিবাস্বপ্ন, দুঃখ, তাড়নায় ক্রোধ
উত্থিত প্রাচুর্যে মানুষের সহাবস্থান
সব...সব ছিল।

ছিলদের সব ছিল
শুধু ছিল না ছিলটা




No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages