রুপকথা - <!--Can't find substitution for tag [blog.sayedtaufiq]-->

সৈয়দ তৌফিক উল্লাহ

সক্রিয় ছোটকাগজের লেখক

সর্বশেষ লেখা

Home Top Ad

প্রতিষ্ঠানবিরোধিতা কোনো ফ্যাশেনবল বিষয় নয়, যা দিয়ে আপনি নিজের পাছায় একটা সীলমোহর লাগিয়ে ঘুরে বেড়াবেন...

Saturday, November 9, 2019

রুপকথা

পাহাড়ি নদীর ঢালে মানতের তাবিজ বুকে
আকাশপানে অপলক চেয়েছিল এক যুবক
মেঘেরদল লাজুক ষোড়শী হয়ে ছুয়ে দিয়ে
লজ্জায় রঙধনু রাঙালো পুরো আকাশটা নিয়ে।

আলোর আলিঙ্গন জ্যাপ্টে বাতাসের-
মেঘের ফিসফাসে সাড়া দেয় সে, লোভাতুর 

দু-চোখ জোড়া রঙিন স্বপ্নের ঘোরে 

চিৎকার দিয়ে বলে ওঠে ভালোবাসি, 

ভালোবাসি নিজের সবটুকু দিয়ে।

যুবকটি ছুড়ে দিল সকল পোশাক,
মানতের তাবিজ খুলে পাহাড়ি নদীর ঢাল হতে
বেশী ভালবাসতে গিয়ে মেঘের আহ্বনে
সাড়া দিয়ে ঝাপ দিল জলে।

এখনও মেঘেদের ফিসফাসে পাহাড়ি উপত্যকায়
যুবকটি এখন ঘাঁসফুল হয়ে প্রতিক্ষায়
প্রতিদিন মেঘেরদল তাকে ছুঁয়ে যায়।

সেইদিনের সেই চীৎকার
বাতাসেরা সুর দিলো তালেতালে।
আজও তাই সেই সুর বাজে পাহাড়ি নদীর জলে।



No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages