লাল চোখ - <!--Can't find substitution for tag [blog.sayedtaufiq]-->

সৈয়দ তৌফিক উল্লাহ

সক্রিয় ছোটকাগজের লেখক

সর্বশেষ লেখা

Home Top Ad

প্রতিষ্ঠানবিরোধিতা কোনো ফ্যাশেনবল বিষয় নয়, যা দিয়ে আপনি নিজের পাছায় একটা সীলমোহর লাগিয়ে ঘুরে বেড়াবেন...

Saturday, November 9, 2019

লাল চোখ

দৃষ্টির সীমানা ভেঙে পালিয়ে বেড়ায়

সূর্যমুখীর ক্ষেত হলুদ কামনা নিয়ে
সুমুদ্রতটে লবণের চাষাবাদে
চোখে ময়লা পড়েছে বলে জল ঝরে
ওটাকে অশ্রু বলো না।

ভেঙে ফেলনা আয়না যতই নিজেকে দেখে
মুঠোমুঠো বেঁচে ওঠা আনন্দগুলোই শুধু কাছে রেখে।

ওটা অশ্রু সমেত চোখে
চোখ জুড়ে স্বপ্নময়তা
এই বিলাষীতো স্বৈরাচারিত্ত
অনুভবের ডাগর ডাগর দৃশ্য।

পলকের পুলকিত ঘামে ভিজে যায় পীঠ
চুলের মুঠোয় ধরা আঙুল আদর করে না
কোন নখের আঁচড়ে ক্ষত।
স্মৃতিরভারে হোক না কাতর যত।



No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages