শব্দবন্ধ্যা সময়ের কালে - <!--Can't find substitution for tag [blog.sayedtaufiq]-->

সৈয়দ তৌফিক উল্লাহ

সক্রিয় ছোটকাগজের লেখক

সর্বশেষ লেখা

Home Top Ad

প্রতিষ্ঠানবিরোধিতা কোনো ফ্যাশেনবল বিষয় নয়, যা দিয়ে আপনি নিজের পাছায় একটা সীলমোহর লাগিয়ে ঘুরে বেড়াবেন...

Monday, November 11, 2019

শব্দবন্ধ্যা সময়ের কালে



কবিতার শব্দ গুলো হতে এখন মৃতদেহ হতে আসা
কর্পুরের গন্ধ পাই, বর্ণগুলো খড়খড়ে শুকনো
ভোরের শিশির পড়ছে না আর।

কলমের নীবচুঁয়ে রক্ত ঝরছে বর্ডারে বাঙালি হত্যর
আর্তনাদ করে গৃহস্থের ধানের ক্ষেত পোঁড়া
ক্ষতমাখা পুঁজেভরা পুঁজিপতির উল্লাস আমার
বানান ভুল করিয়ে দেয়।

ভাবনাগুলো শেয়ারবাজারের টাকার মত উধাও
প্রেমের চেয়ে বিচ্ছেদ বিচ্ছুরীত হয়।

আমি কবিতা লিখবো বলে শব্দের ঋণ চাই
চেতনায় বোধে বিভ্রমে খেই হারাই।

কার্বন নিঃসরণে সাদা পৃষ্ঠাগুলো কালো মেঘের মতো
বর্ষার বদলে বোবাকান্না ঝরায়।

লুটপাট হয়ে যাওয়া গণতন্ত্রে
ভোট ডাকাতের মত কবিতার শব্দরা লুট হয়ে যায়।

আর আমি নিঃস্ব সর্বস্ব হারিয়ে চেয়ে রই বিচারের আশায়,
বর্ণমালা সমেত প্রতিবাদে শব্দবন্ধন করি
নগরের মোড়ে এই সামাজিক বন্ধ্যা সময়।

সৈতৌউ
২৬/০৯/১৯

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages